ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের মিরসরাইয়ে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর সময় ট্রাকের পেছনে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মার্চ) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুর রহিম (৪৭) ও মাসুম বিল্ল্যাহ (৪২)। আব্দুর রহিম কাভার্ডভ্যান চালক। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার বাবুছড়া গ্রামের মো. আজহার আলী মিজানের ছেলে। মাসুম বিল্ল্যাহ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি গাড়ির মালিক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, সকালে দ্রুতগতির একটি মিনি কাভার্ডভ্যান মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও গাড়ির মালিক ঘটনাস্থলে নিহত হন।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, সকাল ৮ টায় মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেনে মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভাভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com