ডেস্ক রির্পোট:- হৃদরোগের চিকিৎসায় নতুন দিগন্তের উন্মোচন করছেন চীনা বিজ্ঞানীরা। মানবদেহে এক গুচ্ছ জিনগত পরিবর্তন চিহ্নিত করেছেন তারা। এই গ্রুপটির কার্যকারিতা বন্ধ করতে পারলেই হার্ট অ্যাটাকের আশঙ্কা কমানো যাবে ৪২ শতাংশ। এই গবেষণার মাধ্যমে ভবিষ্যতে হৃদযন্ত্রের যত্নের কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছেন তারা।
মেডিকেল জার্নাল ‘জামা কার্ডিওলজিতে’ এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে। গবেষণাটি চালানো হয়েছে ৬ হাজার ১৮১ জন চীনা নাগরিকের ওপর। এতে বলা হয়, করোনারি হৃদরোগের (সিএইচডি) ঝুঁকি বাড়ায়, জিনগত পরিবর্তনের এমন একটি গ্রুপ খুঁজে পেয়েছেন গবেষকরা। এই মিউটেশন গ্রুপগুলোর কারণে মানুষের মধ্যে গুরুতর হৃদরোগের ঝুঁকি তৈরি হয়।
চীনের একাডেমি অব মেডিকেল সায়েন্সের অধিভুক্ত ফুওয়াই হাসপাতালের গবেষকরা জানিয়েছেন, জিনগত পরিবর্তনের ফলে মানবদেহে এক ধরনের স্টেম সেল তৈরি হয়, যা ক্লোনাল হেমাটোপয়েসিস অব ইনডিটারমিনেট পটেনশিয়াল (সিএইচআইপি) নামে পরিচিত। এটি লিউকেমিয়াও সৃষ্টি করে। পাশাপাশি জিন মিউটেশনের ফলে সৃষ্ট এই স্টেম সেলের কারণে করোনারি হৃদরোগের ঝুঁকি বাড়ে ৪২ শতাংশ।
চীনে এথেরোস্কলেরোটিক হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছে এমন ব্যক্তিদের তিনটি দলে ভাগ করে তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণায় সুস্থ মানুষদেরও নমুনা হিসেবে নেওয়া হয়। এরপর তাদের ২০০১ সাল থেকে ২০০৮ পর্যন্ত পর্যবেক্ষণ করা হয় এবং ২০২১ সাল পর্যন্ত ফলো-আপে রাখা হয়।
সূত্র: সিজিটিএন
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com