রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ঠেগা চান্দবী ঘাট গ্রামে সাত সদস্যের মেডিকেল টিম জ্বর, রক্তবমি ও পেটব্যথায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন।
শুক্রবার (২২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী।
সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে বরকল উপজেলার বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্যছিং সাগরের নের্তৃত্বে সাত সদস্যর একটি দল তিন ভাগে বিভক্ত হয়ে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দেন।
সিভিল সার্জন আরও বলেন, যারা চিকিৎসা দিচ্ছেন, তাদের কথা শুনে বুঝতে পারছি ভুক্তভোগীরা সবাই গ্যাস্ট্রো এন্টেরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। যেহেতু বমি হচ্ছে, তাই বলা যাচ্ছে এটি খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকতে পারে।
এর আগে গত জানুয়ারি থেকে মার্চের ১৭ তারিখ পর্যন্ত জ্বর, রক্তবমি ও পেটব্যথায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com