রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহর থেকে বন বিভাগ একটি বানরকে উদ্ধার করেছে। বুধবার (২০ মার্চ) বিকেলে শহরের আলম ডক ইয়ার্ড এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, গত কয়েকদিন ধরে বানরটি শহরের গর্জনতলী এবং আলম ডক ইয়ার্ড এলাকায় মানুষের বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে। বাসা বাড়ির অনেক খাদ্য নষ্ট করেছে। এসময় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছিলো।
পরে বুধবার বিকেলের দিকে আলম ডক ইয়ার্ড এলাকার বাসিন্দা কাঠ ব্যবসায়ী মো. এমদাদ হোসেন হিরু সুকৌশলে বানরটিকে একটি বাক্স বন্দি করতে সক্ষম হয়। এরপর স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে বানরটি উদ্ধার করে নিয়ে যায়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই উপজেলা রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন, উদ্ধার করা বানরটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com