রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ১ নং বিলাইছড়ি ইউনিয়নে ৪নং দীঘলছড়ি ওয়ার্ডে এক বাগান বাড়ী (কাঠের তৈরি তংঘর) এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতি পুড়ে একে বারে ছাই হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৭ মার্চ) বিকাল ৪ ঘটিকায় এ তথ্য জানিয়েছেন বাগান মালিক চিত্তরঞ্জন চাকমা। এতে তিনি জানান বাগান পরিচর্চার জন্য কৃষি যন্ত্রপাতি সাম্পার শিবল পাম্প, পানির ফাইপ, জেনারেটর, পানির ট্যাঙ্ক, ডেউটিন, বাড়িতে থাকা আদা ৫ মণ,হলুদ ২ মণ,তৈজসপত্র এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতিসহ প্রায় ৫ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও এ তথ্য জানান।
তিনি আরো জানান, তার প্রায় ৫ একর জায়গায় বর্তমানে আম,কুল ও লিচুতে গাছে গাছে ফুল ও মুকুল এসেছে। স্প্রে করার সময়ে পুড়ে যাওয়ায় একেবারে শেষ হয়ে গেছি। কোনো সহযোগিতা না পেলে বাগানটি শেষ হয়ে যাবে। তাই এই মূহুর্তে বাগানটি পরিচর্চা এবং যত্ন নিতে অবশ্যই কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য উপকরণও প্রয়োজন।এজন্য উপজেলা পরিষদ, প্রশাসন,কৃষি অফিস এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতা প্রয়োজন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com