স্পোর্টস ডেস্ক:- পেস বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
আকিবকে স্বল্প-মেয়াদে নিয়োগের বিষয়টি শনিবার বিবৃতিতে জানায় লঙ্কানরা। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে আগামী সপ্তাহেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের।
পিএসএলে দল লাহোর কালান্দার্সে ২০১৭ সাল থেকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আকিব। তার কোচিংয়ে টানা দুই (২০২২ ও ২০২৩) আসরে পাকিস্তানের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শিরোপা জিতেছে লাহোর। এবার অবশ্য তলানিতে থেকে শেষ করেছে আসর।
পাকিস্তানের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন ৫১ বছর বয়সী আকিব। দেশটির ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের কোচিং প্যানেলে ছিলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন আকিব। তার সময়েই দলটি ওয়ানডে মর্যাদা পায় ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা পাকিস্তান দলের কোচ ছিলেন তিনি।
১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য আকিব ১৯৮৮ থেকে ১৯৯৮ পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৬৩ ওয়ানডে ও ২২ টেস্ট খেলেছেন। পেস বোলিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ২৩৬ উইকেট।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com