হাটহাজারী:- হাটহাজারীতে জুমার নামাজ পড়তে গিয়ে অজ্ঞাত এক ভিক্ষুক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত ওই অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৭০ বছর হতে পারে।
শুক্রবার (১৫ মার্চ) হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মোমিন শাহ মাজার মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকাল থেকে অজ্ঞাত ওই ভিক্ষুক উক্ত এলাকার বিভিন্ন ঘরে ঘরে গিয়ে সাহায্য চান (ভিক্ষা করেন)। জুমার নামাজের সময় হয়ে এলে তিনি উল্লেখিত এলাকার মোমিন শাহ মাজার মসজিদে জুমার নামাজ পড়তে যান।
সেখানে জুমার নামাজের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পাশে থাকা কয়েকজন তাকে ধরে মসজিদেগ শুইয়ে দেন। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে স্থানীয় যুবক বেলাল জানান, ওই ভিক্ষুক সকালে ভিক্ষা করার সময় জানতে চাইলে তিনি তার বাড়ী নাজিরহাটের হুর পাড়া এলাকায় বলে জানিয়েছিলেন। বিকালের দিকে তার ওয়ারিশ এসে লাশ নিয়ে গেছেন বলেও জানান তিনি।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোফরান ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আজাদীকে জানান, নামাজরত অবস্থায় নিহত অজ্ঞাত ওই মুসল্লির এখনও পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ৩নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন দৈনিক আজাদীকে জানান, এ ধরনের কোনো ঘটনা তিনি জানেন না।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com