স্পোর্টস ডেস্ক :- টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে খুদে ফরম্যাটের সিরিজের আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
সব ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রাইরি ভিউ কমপ্লেক্সে (পিভিসিসি)। তার আগে মার্কিন ক্রিকেট দল কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ মে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার যুগ্মভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। রেকর্ড ২০টি দল টুর্নামেন্টে অংশ নেবে ২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।
ইউএস ক্রিকেট (ইউএসএসি) বৃহস্পতিবার বাংলাদেশ ও কানাডার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ইউএসএ ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ও কানাডার বিপক্ষে দুটি সিরিজ আমাদের জাতীয় ক্রিকেট দলের কম্বিনেশন ঠিক করতে যথেষ্ট সাহায্য করবে।’
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর একটি ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে। এই সিরিজ দুদলের ক্রিকেটারদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেবে।’
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ
২১ মে : প্রথম টি ২০
২৩ মে : দ্বিতীয় টি ২০
২৫ মে : তৃতীয় টি ২০
(সব ম্যাচ টেক্সাসের হিউস্টনে)
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com