ক্রীড়া ডেস্ক:- সকাল থেকে চট্টগ্রামে কৌতূহল, ওয়ানডে দল ঘোষণা করবে কখন শ্রীলঙ্কা? প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ দলের অনুশীলনের কয়েক ঘণ্টা পর শ্রীলঙ্কা ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। স্বাগতিকেরা যেখানে এই ‘মাইন্ড গেম’ খেলে সফরকারীদের সঙ্গে; যেহেতু লজিস্টিক্যাল চ্যালেঞ্জ খুব একটা থাকে না। এবার উল্টো এই খেলাটা স্বাগতিক বাংলাদেশের সঙ্গে খেলল সফরকারী শ্রীলঙ্কা।
দুপুরে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের কোচ ক্রিস সিলভারউডকে প্রথম প্রশ্নই শুনতে হলো দল ঘোষণা নিয়ে। একটু বিব্রত হয়ে তিনি বললেন, ‘সত্যি বলতে আমার কোনো ধারণা নেই। প্রেস রিলিজ দেওয়া আমার কাজ না। তাই দুর্ভাগ্যজনকভাবে প্রশ্নটির উত্তর দিতে পারছি না।’
সাধারণত এমন ঘটনা দেখা যায় স্বাগতিকদের ক্ষেত্রে। নিজেদের মাঠে খেলা হওয়ায় সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করে দলগুলো। সেদিক থেকে বাংলাদেশেরই এমনটা করার কথা ছিল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের আয়োজক হওয়ার সময় যেমনটা করেছিল শ্রীলঙ্কাও। কিন্তু এবার শ্রীলঙ্কা যা করল এমনটা কখনো কোনো দল করেনি। ২৪ ঘণ্টা আগে দল ঘোষণা করেছে তারা। প্রতিপক্ষের মাঠে খেলতে গেছে কিন্তু দল ঠিক হয়নি এমন ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি। উল্টো দেখা যায় ম্যাচ শুরুর একদিন আগেই সংবাদ সম্মেলনে এসে একাদশ ঘোষণা করে দেওয়া হচ্ছে। টেস্টে তো এটা নিয়মে পরিণত করেছে ইংল্যান্ড।
গত এশিয়া কাপেও শেষ মুহূর্তে দল দিয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে বিশ্বকাপের আগেও এমনটা করেছিল শ্রীলঙ্কা। আইসিসির বেঁধে দেওয়া সময় সীমার শেষ দিনে দল ঘোষণা করেছিল তারা। স্বাগতিকদের অন্ধকারে রাখতেই কি এই কৌশল—ঘটনা যেটাই হোক বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথে ঘটনাটা ভিন্ন মাত্রাই যোগ করেছে। দুই দলের দ্বৈরথ শ্রীলঙ্কার কোচ সিলভারউড বেশ উপভোগ করছেন, ‘দুই দলের দ্বৈরথ অবশ্যই দারুণ। মনে করি, ভালো প্রতিদ্বন্দ্বিতা হওয়া প্রয়োজন। টি-টোয়েন্টি সম্পর্কে যেটা বলেছি, দুই দলই ভালো খেলেছিল এবং আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে যাচ্ছি। আশা করি এই সিরিজেও (ওয়ানডে) যেন ঠিক সেটাই হয়। ভালো ক্রিকেট খেলা হোক, আমার মনে হয় এটা দুই দলই চায়।’
টি-টোয়েন্টির মতো এই সিরিজেও জিততে চান বলে জানিয়েছেন সিলভারউড। লঙ্কান কোচ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে যেটা বলেছিলাম, আমরা সব সময় বিশ্বাস করি জিততে পারি। প্রতিপক্ষকে সম্মান করি, তারা ভালো দল এবং তাদেরও সামর্থ্য আছে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আর সেই ছন্দ ধরে রাখার চেষ্টা আমরা অবশ্যই করব।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com