ডেস্ক রির্পোট:- শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিউজ্জামান রানাকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আপিলের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার রানাকে জামিনের আদেশ দেন।
জানা গেছে, রানা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে, ৫ মার্চ নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক রানা গোপনীয় শাখায় অনুপ্রবেশ করে হট্টগোল, সরকারি কাজে বাধা, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও একজন নারী কর্মীকে উত্যক্ত এবং ভ্রাম্যমাণ আদালতের সামনে অসদাচরণ ও তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে আদালত রানাকে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় এবং দণ্ডবিধির ৫০৯ ধারায় সাংবাদিক রানাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কিন্তু রানার পরিবার দাবি করেন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রানাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এরইমধ্যে এ ঘটনার তদন্ত করেছেন তথ্য কমিশনার ও সাবেক বিচারপতি শহিদুল আলম ঝিনুক। গত রবিবার সারাদিন ঘটনার তদন্ত করেন তিনি।
এদিকে এ নিয়ে দেশজুড়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রানার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেন সাংবাদিকরা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com