রাঙ্গামাটি:- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চাঁদগাও থানাধীন কাপ্তার রাস্তার মাথায় ডিসি ট্রাফিক জয়নুল আবেদীনের নির্দেশে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
আজ বুধবার (১৩ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান রাজ। চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ ১৬ টি গ্রাম সিএনজি ও ২টি রুট পারমিট বিহীন অটোটেম্পু আটক করে ডাম্পিং করেছে।
অভিযানে অংশ নেয় সার্জেন্ট কামরুল আজিম, সার্জেন্ট শাহীন মৃধাসহ অন্যান্য ট্রাফিক সদস্যবৃন্দ।
অভিযানের বিষয়ে টিআই মোহরা মোঃ কামরুজ্জামান রাজ বলেন, আমরা প্রায় সময় অবৈধ গাড়ির বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। এটা একটি চলমান প্রক্রিয়া। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com