আন্তর্জাতিক ডেস্ক:- পবিত্র রমজান মাসের প্রথম দিনে ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী। এতে অন্তত ১১ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৪ জন।
হুতি পরিচালিত টেলিভিশন নিউজ আউটলেট আল মাসিরাহর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর এবং এর আশপাশের ছোট শহরগুলোর কমপক্ষে ১৭টি অবস্থানে হামলা চালানো হয়।
ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারের একজন মুখপাত্র দাবি করেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলকে নিরাপদ করতেই এই হামলা চালানো হয়েছে।
নতুন এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী। তবে হুতি নিয়ন্ত্রিত একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, নতুন এই হামলা এডেন উপসাগর ও লোহিত সাগরে হুতিদের হামলা করা থেকে বিরত রাখতে পারবে না।
এর আগে গত সপ্তাহে প্রথম হুতিদের হামলায় বাণিজ্যিক জাহাজে বেসামরিক নাগরিক মৃত্যুর ঘটনা ঘটে। বার্বাডোসের পতাকাযুক্ত ও গ্রিক পরিচালিত ট্রু কনফিডেন্স কার্গো জাহাজে হুতি হামলায় ৩ জন নিহত হন। এর আগে রুবিমার নামের একটি ব্রিটিশ কার্গো জাহাজও হুতিদের হামলায় ডুবে যায়।
বহু জাহাজ কোম্পানি হুতিদের হামলা এড়াতে এডেন উপসাগর ও লোহিত সাগর এড়িয়ে চলছে। ফলে পণ্য রপ্তানির ব্যয় বৃদ্ধি পেয়েছে নাটকীয়ভাবে। এতে পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে।
মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত নভেম্বর থেকে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজে হামলা শুরু করে হুতি গোষ্ঠী। পরে অন্যান্য পশ্চিমা দেশের বাণিজ্যিক জাহাজেও হামলা শুরু হয়। যুক্তরাষ্ট্র হুতিদের হামলা থেকে জাহাজগুলোকে রক্ষা করতে আন্তর্জাতিক সমুদ্র জোটও গঠন করে। সূত্র : রয়টার্স/ আল-জাজিরা
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com