বান্দরবান:- মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে ২৩ দিন বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত ঘুমধুম ও তুমব্রু সীমান্তের পাঁচটি স্কুল আজ বুধবার থেকে খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
তিনি আরও জানান, বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে কোনো গোলাগুলি ও অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাঁচটি প্রাথমিক স্কুল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৫ই ফেব্রুয়ারি থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলির কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলা প্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এই পাঁচটি স্কুল বন্ধ করে দেন। বিদ্যালয়গুলো হচ্ছে বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব স্কুলগুলোতে আজ বুধবার থেকে পুনরায় পাঠ্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জেলা প্রশাসক জানান, সীমান্তের জিরো লাইনঘেঁষা স্কুলগুলো সেখান থেকে সরিয়ে নেয়া যায় কিনা এ বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। গত ৪ঠা ফেব্রুয়ারি তুমব্রু সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে সেদেশের সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে দু’জন নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার পর এই পাঁচটি স্কুল বন্ধ করে দেয়া হয়। সীমান্তের ওপার থেকে পালিয়ে আসা মিয়ানমারের বিজিপি সদস্যদের সরিয়ে নেয়ার পর বর্তমানে বান্দরবানের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি ও প্রশাসন জানিয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com