রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মেমেসিং মারমা। আজ মঙ্গলবার তার ধর্ম বিষয়ের পরীক্ষা ছিল। মেমেসিং মারমা উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা বলেন, মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা (৪৭) গতকাল সোমবার বিকেলে কুকিমারাপাড়ায় নিজ বাড়িতে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কারবারি আরও বলেন, বাড়িতে বাবার লাশ রেখে আজ মঙ্গলবার মেমেসিং মারমা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ধর্মীয় কার্যাদি শেষে বিকেলে কুকিমারা শ্মশানে উপাচিং মারমার লাশ দাহ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা বলেন, ‘মেমেসিং মারমা ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করছি।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com