আন্তর্জাতিক ডেস্ক:- আফ্রিকার বুরকিনা ফাসোর উত্তর-পূর্বাঞ্চলে এক গির্জায় হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি তিনজন মারা গেছেন হাসপাতালে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশি দেশ মালির সীমান্তের কাছে ওদালান প্রদেশের এসসাকান গ্রামে রবিবার সাপ্তাহিক প্রার্থনার দিনে লোকজন জড়ো হলে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনা নিয়ে বুরকিনা ফাসোর ক্যাথলিক চার্চের জেনারেল জিন পিয়েরে সাওয়াদোগো বলেছেন, ‘এমন বেদনাদায়ক পরিস্থিতি সান্ত্বনা দেওয়ার মতো নয়।’
এই হামলার দায় কেউ স্বীকার না করলেও গির্জার কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারীরা ইসলামপন্থি উগ্রবাদী। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সামরিক স্বৈরশাসক শাসিত বুরকিনা ফাসোতে বেশ সক্রিয় সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী। যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে আল কায়েদা ও ইসলামিক স্টেটের। দেশটির তিন ভাগের এক ভাগের বেশি এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।
এ ছাড়া দেশটিতে গত তিন বছরে চার্চে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া অপহরণের শিকারও হয়েছেন চার্চের যাজকরা। সূত্র: বিবিসি
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com