ডেস্ক রির্পোট:- আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। সীমিত ওভারের ক্রিকেটে তিনি দলটির আস্থার নাম। সাদা বলের দুই ফরম্যাটে গুরবাজ নিয়মিত মুখ হলেও, এখন পর্যন্ত তারা টেস্ট অভিষেক হয়নি। হয়তো তার ৫ বছরের সেই অপেক্ষার প্রহর কাটবে এবার। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের স্কোয়াডে গুরবাজকে রেখেছে আফগানরা।
২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজ খেলতে নামবে দল দু'টি। যার জন্য আফগান ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে। সেখানে রয়েছেন আফগানিস্তানের হয়ে সবমিলিয়ে ৯০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গুরবাজ।
হাশমতউল্লাহ শহিদীর নেতৃত্বে আইরিশদের বিপক্ষে এই টেস্ট খেলবে আফগানিস্তান। যদিও তিনি তার সেরা অস্ত্র রশিদ খানকে এখনও পাচ্ছেন না। তাকে ছাড়া সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতেও সিরিজ খেলেছে শহিদী-মোহাম্মদ নবিরা। মূলত পিঠের অস্ত্রোপচার থেকে এখনও সেরে না ওঠায় স্কোয়াডে নেই তারকা লেগ স্পিনার রশিদ। তার পরিবর্তে স্পিন বিভাগের শক্তি বাড়াতে ডাক পেয়েছেন খলিল গুরবাজ।
পেস বোলার ইব্রাহিম আব্দুলরহিমজাইকেও ফেরানো হয়েছে। চোটের কারণে রাখা হয়নি ইয়ামিন আহমাদজাই ও মোহাম্মদ সালিম সাফিকে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com