ডেস্ক রির্পোট:- পুলিশ সপ্তাহে পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীর কাছে বেশ কিছু দাবি তুলে ধরা হবে। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে নিয়মিত পদোন্নতি ও নিয়মিত পদায়ন। সময়মতো পদোন্নতি নিশ্চিত করতে প্রয়োজনে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদোন্নতির ধারাবাহিকতা নিশ্চিত করার দাবি তোলা হবে।
এর পাশাপাশি বিদেশি মিশনে পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া, ঝুঁকি ভাতা সর্বজনীন করা, সুদমুক্ত ঋণে ব্যক্তিগত গাড়ি কেনা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিও রয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৪। ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’। আজ সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করবেন।
এর বাইরে বিআরটিএ, দুর্নীতি দমন কমিশন, সিটি করপোরেশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে পুলিশ কর্মকর্তাদের প্রেষণে পদায়ন করা যেতে পারে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, অন্যান্য ক্যাডার সার্ভিসে নিয়মিত পদায়ন হলেও পুলিশে পদোন্নতি–জট আছে। পদোন্নতি–জট কমাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ১৪০ এবং পুলিশ সুপার (এসপি) পদে ১৫০ জনকে সুপারনিউমারারি পদোন্নতি দেওয়া হয়। তবে এখনো তাঁদের পদায়ন করা যায়নি। ১৮ ফেব্রুয়ারি ১৪ জনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যাঁদের মধ্যে ১০ জনই সুপারনিউমারারি। পদোন্নতির এই প্রক্রিয়া চলমান রাখার দাবি তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পুলিশে পদোন্নতি–জট অনেক দিনের। এই সমস্যা সমাধানে সুপারনিউমারারি পদোন্নতির প্রক্রিয়া চলমান রাখা প্রয়োজন। পদোন্নতির পর কর্মকর্তাদের পদায়নে নতুন পদ সৃষ্টির পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগে প্রেষণে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া যেতে পারে। এই প্রত্যাশার কথাগুলো প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
একজন এসআই নিয়মিত পদোন্নতি পেলে ডিআইজি পর্যন্ত হতে পারেন। এখন পুলিশে এসআই থেকে পদোন্নতি পাওয়া একজনও ডিআইজি নেই। এমনকি ২০০ জনের বেশি এসপি থাকলেও এসআই থেকে পদোন্নতি পেয়ে একজনও এসপি হননি।
পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব হাসান
পুলিশের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা জানান, দেশের বর্তমান বাস্তবতায় সাইবার ইউনিটসহ বিশেষায়িত ইউনিট করা প্রয়োজন। এরই মধ্যে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড ট্রানজিট পুলিশ ইউনিট স্থাপন করা হয়েছে। এ ধরনের ইউনিট স্থাপন করলেও পদ বাড়বে। এ ছাড়া হাইওয়ে পুলিশ, নৌ পুলিশসহ বিশেষায়িত অন্যান্য ইউনিটে পুলিশের উচ্চপর্যায়ে পদ বাড়িয়ে সেখানেও পদায়ন করা যেতে পারে। এর বাইরে বিআরটিএ, দুর্নীতি দমন কমিশন, সিটি করপোরেশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে পুলিশ কর্মকর্তাদের প্রেষণে পদায়ন করা যেতে পারে।
এদিকে নন–ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন পুলিশ অ্যাসোসিয়েশনেরও প্রধান দাবি—নিয়মিত পদোন্নতি। পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, একজন এসআই নিয়মিত পদোন্নতি পেলে ডিআইজি পর্যন্ত হতে পারেন। এখন পুলিশে এসআই থেকে পদোন্নতি পাওয়া একজনও ডিআইজি নেই। এমনকি ২০০ জনের বেশি এসপি থাকলেও এসআই থেকে পদোন্নতি পেয়ে একজনও এসপি হননি। নন–ক্যাডারে কেন পদোন্নতি হয় না—এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হবে।
প্রশাসন ক্যাডারে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কেনার সুযোগ রয়েছে। পুলিশের সমমানের কর্মকর্তারাও এই সুযোগ পেতে চান।
পুলিশের কর্মকর্তারা জানান, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদেশি মিশনগুলোতে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। বিদেশে বিভিন্নভাবে প্রতারণার শিকার শ্রমিকদের আইনি সহায়তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা পালনের সুযোগ রয়েছে। কিন্তু এই দাবি বাস্তবায়িত হয়নি।
এদিকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করার দাবি জানানো হবে পুলিশের পক্ষ থেকে। পুলিশ বিভাগে মেডিকেল কোর ও শিক্ষা কোর গঠনের দাবিও তোলা হবে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সরাসরি কোনো ভূমিকা নিতে পারে না। ক্যাম্পাস পুলিশিং চালু করার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হবে। প্রশাসন ক্যাডারে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কেনার সুযোগ রয়েছে। পুলিশের সমমানের কর্মকর্তারাও এই সুযোগ পেতে চান।
পুলিশ সপ্তাহে বার্ষিক পুলিশ প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেবেন ডিএমপির ডিসি সোহেল রানা। অসমসাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০০ পুলিশ সদস্যকে আজ বিপিএমসহ বিভিন্ন পদক দেওয়া হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com