রাঙ্গামাটি:- রাঙ্গামাটি লংগদু উপজেলা থেকে চিকিৎসার জন্য রাঙ্গামাটি হাসপাতালে আসার পথে কাপ্তাই হ্রদে স্পিডবোটে এক শিশুর জন্ম হয়েছে। এজন্য ওই মা-শিশুর আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিয়েছেন বোট মালিক। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদরের সুবলং লঞ্চঘাটে স্পিডবোটে শিশুটির জন্ম হয়।
শিশুটির বাবা মো. রাসেল হোসেন বলেন, ‘সকালে স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরিস্থিতি খারাপ দেখে তারা মাইনি বেসরকারি হাসপাতালে পাঠান। সেখানের চিকিৎসকরা দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিতে বলেন। এ অবস্থায় স্পিডবোট ভাড়া করে রাঙ্গামাটিতে নিয়ে আসছিলাম। সুবলং এলাকায় পৌঁছালে কন্যাসন্তানের জন্ম হয়। পরে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসি।’
পার্বত্য রাঙ্গামাটি স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান মো. তৈয়ব আলী বলেন, ‘দুপুরে বোটচালক মো. আবুবকর আমাকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে বোট মালিক লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশকে বিষয়টি জানাই। তিনি খুশি হয়ে ওই পরিবারকে মিষ্টি খাওয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কার দেন। সেইসঙ্গে মা ও শিশুর ভ্রমণ ব্যয় বহনের ঘোষণা দেন।’
রাসেল হোসেনের ফুফু শাশুড়ি কুলসুম বেগম বলেন, ‘বোট মালিক আমাদের ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন। সেইসঙ্গে মা-মেয়ের আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা করে দিয়েছেন। শুনে আমরা খুব খুশি হয়েছি। সবাই শিশুটি ও তার মায়ের জন্য দোয়া করবেন।’
বোট মালিক লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বলেন, ‘খবরটি ছিল আমাদের জন্য আনন্দের। কারণ সাধারণত স্পিডবোটে এমন ঘটনা ঘটে না। খুশি হয়ে তাদের সারাজীবন যাতায়াত ফ্রি করে দিয়েছি। একইসঙ্গে ওই পরিবারকে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দিয়েছি।’বাংলা ট্রিবিউন
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com