বান্দরবান:- বান্দরবানের থানচিতে পর্যটকদের কাছ থেকে এক লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার ভেলাখুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের মধ্যে অনিক মোদক বলেন, ‘২৪ ফেব্রুয়ারি নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যান দুই ভ্রমণ দলের ২২ জন সদস্য। যার মধ্যে চারজন নারী। পরে নাফাখুম ভ্রমণ শেষে ২৫ ফেব্রুয়ারি ভেলাখুম স্পটে ক্যাম্পিং করে তারা। আটজনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়। পরে তাদের সঙ্গে থাকা এক লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নেয়। তাদের কয়েকজনের শরীরে পরা কাপড়ে কেএনএফ লেখা ছিল।’
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগীরা অফিসে এসে জানালে তাদেরকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com