রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের ১৩ যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ১০টার পর কাপ্তাই সড়কের চিৎমরম এলাকার ব্যঙছড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, প্রভাতী নামের বাসটি সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্রেন দিয়ে বাসটি উদ্ধার করে থানায় রাখা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসের পাঁচ যাত্রী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদের কাপ্তাই নেভি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ১৩ জন আহতের আহতের খবর পাওয়া গেলেও গুরুতর কেউ নেই। তবে বাসটিতে প্রায় ৩৫-৪০ জনের মতো যাত্রী ছিলেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আএমও) ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এ হাসপাতালে পাঁচজন এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা গুরুতর আহত ছিলেন না।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com