রাঙ্গামাটি :- রাঙ্গামাটি শহরের শিল্পকলা একাডেমি এলাকায় পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক খাদে পড়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন- মনির হোসেন (৩৮) কবীর হোসেন (২৩) ও শ্রমিক মো. নুরুজ্জামান (২৫)।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আবুল হাসনাত জানিয়েছেন, মালবাহী ট্রাকটি পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের খাদে পড়ে তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হবে বলে জানিয়েছে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল অবস্থানরত রাঙ্গামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ক্য লাহ্ চিং মারমা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com