ক্রীড়া ডেস্ক:- চুক্তি ভঙ্গ করায় আরব আমিরাতের আইএলটি২০ লিগে নিষিদ্ধ হলেন আফগানিস্তানের ক্রিকেটার নুর আহমেদ। আইএলটি২০ লিগে তার দল শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তি ভঙ্গ করার অভিযোগে এই শাস্তি পেয়েছেন তিনি।
গেল বছর এই লিগের প্রথম আসরে খেলতে শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুর। পরে ফ্র্যাঞ্চাইজিটি তাকে পুনরায় দলে রাখতে চায়। সেই রিটেনশন নোটিশ পাঠানো হলেও স্বাক্ষর করেননি নুর।
আরব আমিরাতের লিগেব না খেলে চুক্তি ভঙ্গ করে তিনি অংশ নিতে চলে যান দক্ষিণ আফ্রিকার এসএ২০ তে দুর্বান সুপার জায়ান্টসের হয়ে খেলতে। এই কারণেই মূলত নুরকে নিষেধাজ্ঞা দিয়েছে আয়োজকরা।
আইএলটি২০ কর্তৃক এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯ বছর বয়সী নুরকে দ্বিতীয় মৌসুমের আগে ‘খেলোয়াড় চুক্তির শর্তাবলী অনুসারে একই নিয়ম ও শর্তাবলীতে’ রিটেনশনের নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সে তাতে স্বাক্ষর করতে অস্বীকার করে। পরে ওয়ারিয়র্স সরাসরি আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টি মিমাংসা করতে তাদের হস্তক্ষেপ চায়।
বিষয়টি নিয়ে আলোচনা করে নুরকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
এর আগে গত বছরের ডিসেম্বরে একই কারণে আরেক আফগান ক্রিকেটার নাভিন উল হককেও নিষিদ্ধ করেছিল আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি। তার নিষেধাজ্ঞাটি ছিল ২০ মাসের।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com