রাঙ্গামাটি :- রাঙ্গামাটির কাপ্তাই জোনের (অটল ছাপান্ন) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) কাপ্তাই সেনা জোনে নানা আয়োজনে শহীদ আফজাল হলে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় কাপ্তাই ৪১-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি, কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি, কাপ্তাই বিএন শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির উপ অধিনায়ক কমান্ডার ওয়াসিম উল বারীসহ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান কাপ্তাই জোন অটল ছাপান্ন এর অধিনায়ক লে কর্নেল মো. নূর উল্ল্যাহ জুয়েল, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার অটল ছাপ্পান্ন’র প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, অপারেশন উত্তরণের আওতায় কাপ্তাই জোন পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রতি, উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অদূর ভবিষ্যতে কাপ্তাই জোনের বর্তমান অবস্থান যেন অব্যাহত রাখতে পারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে অটল ছাপ্পান্ন’র উত্তরোত্তর উন্নতি কামনা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির নেতৃত্বে জোন অফিসারদের উপস্থিতিতে কেক কেটে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com