রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দু’দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এরপর অতিথিরা বিভিন্ন লেখকের বই এর মোড়ক উন্মোচন করেন এবং বই মেলা পরিদর্শন করেন।
জেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী এ মেলায় বিভিন্ন লেখকের বই ও পাবলিকেশন মিলে ২০টি স্টল অংশ নিয়েছে।
এইদিন বই মেলার প্রাঙ্গনে পৃথকভাবে জেলা শিল্পকলা একাডেমি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের আয়োজনে বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া মেলা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হবে।
আগামী ২১ ফেব্রুয়ারি বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মেলার পরিসমাপ্তি হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com