ডেস্ক রির্পোট:- এবার হতাহত সেনাদের হালনাগাদ তথ্য জানাল ইসরায়েলি বাহিনী। দেশটির দেয়া তথ্য মতে, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে এ পর্যন্ত দেশটির ৫৭৪ সেনা নিহত হয়েছে।
আজ সোমবার প্রকাশ করা এই তথ্য জানানো হয়েছে, গাজায় স্থল অভিযানে গিয়ে এখন পর্যন্ত নিহত হয়েছে ২৩৬ ইসরায়েলি সেনা।
ইসরায়েলি বাহিনী আরো জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় তিন হাজার ইসরায়েলি সেনা আহত হয়েছে। যাদের মধ্যে প্রায় ১৪শ' জন আহত হয়েছে গাজায় স্থল অভিযানে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের হামলায়। এদের মধ্যে ৭২৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর বাইরে ৫৪৫ ইসরায়েলি সেনা নানা দুর্ঘটনায় আহত হয়েছে। যার মধ্যে আছে সামরিকযান দুর্ঘটনা। সামরিক সরঞ্জামের ত্রুটিগত কারণে আহত হওয়া। কখনো আবার নিজের অস্ত্রে নিজেই আহত হওয়ার ঘটনাও আছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বর্তমানে ৩৩৯ সেনা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
সূত্র: আল মায়াদিন
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com