রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে হিলমুন সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা দণ্ড দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত রিজার্ভ বাজার এলাকার হিলমুন সুইটস্ এর বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ময়লা, দুর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ ও বিপণন করার অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম।
অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, রাঙ্গামাটি পৌরসভার স্যানিটারি ইইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে রাঙ্গামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সব সময় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। আজ শহরের রিজার্ভ বাজার এলাকায় একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করায় এই প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রীগুলো বিনিষ্ট করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com