ডেস্ক রর্পোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রাম থেকে ওয়াসিকা আয়েশা খানের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নতুন দুজন।
তাঁরা হলেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা ও উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ।
এছাড়া রাঙ্গামাটি আসনে জ্বরতী তঞ্চঙ্গ্যাঁর নাম প্রকাশ করা হয়েছে। জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ রাঙ্গামাটি সদর উপজেলার ১ নম্বর জীবতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার স্বামী তরুন কান্তি তঞ্চঙ্গ্যাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। জ্বরতীর শ্বশুর ও তরুন কান্তির পিতা হেডম্যান যতীন তঞ্চঙ্গ্যা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম পড়ে শোনান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com