চট্টগ্রাম:- চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তৈয়ব আলী পাটোয়ারী (৫২) নামের এক দালালকে আটক করেছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকের অ্যাপ্রোন পড়ে সে আইসিইউতে প্রবেশ করে রোগীর স্বজনদের সাথে কথা বলছিল। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
চমেথ হাসপাতাল সূত্রে জানা গেছে, তৈয়ব আলী পাটোয়ারি নামের এক ব্যক্তি চিকিৎসকের অ্যাপ্রোন পড়ে আইসিইউতে প্রবেশ করে। পরে তার পকেট তল্লাশি চালিয়ে একটি আইডি কার্ড পাওয়া যায়।
সেখানে দেখা গেছে, তিনি চমেক হাসপাতালের সামনে চিটাগং ল্যাব লিমিটেড নামে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান বলেন, আইসিইউতে ওই ব্যক্তি চিকিৎসকের অ্যাপ্রোন পরে রোগীদের সঙ্গে কথা বলছিল। আমিও তখন সেখানে ছিলাম। পরিচয় জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিতে পারেনি। সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেই। পরে জানা যায় ওই ব্যক্তি একটি ল্যাবের কর্মকর্তা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com