আন্তর্জাতিক ডেস্ক:- মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির হামলার ভয়ে দুই শতাধিক সীমান্তরক্ষী নিজেদের ঘাঁটি ত্যাগ করেছেন। তারা রাখাইনের উত্তরের মাউঙদাও অঞ্চলের চার পুলিশ স্টেশন ও জি পিন চাউঙ সীমান্তের রক্ষী বলে জানা গেছে।
গত মঙ্গলবার সকালের দিকে ওই রক্ষীরা নিজেদের ক্যাম্প ছেড়ে বের হয়ে যান বলে জানিয়েছেন মাউঙদাওয়ের এক বাসিন্দা। তিনি বলেন, ‘ওই এলাকায় কোনো লড়াই হচ্ছিল না। তারা সবাই বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের রাস্তা দিয়ে হেঁটে চলে গেছেন। সেখানে প্রায় আড়াই শ জনের মতো ছিলেন।’
তবে সীমান্তরক্ষীরা বাংলাদেশে ঢোকেননি বলেও জানিয়েছেন ওই বাসিন্দা। তিনি বলেন, ‘তারা বাংলাদেশে পালিয়ে যাননি। এর বদলে তারা মাউঙদাওয়ে নগার খু ইয়া ১০ নম্বর সীমান্তরক্ষী পুলিশ স্টেশনে গিয়ে আশ্রয় নিয়েছেন।’
এর আগে আরাকান আর্মির (এএ) আক্রমণে ৩২৭ সীমান্তরক্ষী পালিয়ে গিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
এদিকে গত বুধবার মায়ানমারের মধ্যাঞ্চলীয় বাগো এলাকার জায়াতগি শহরে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত ১৫ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা মায়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতিকে জানিয়েছেন এ খবর। সূত্র: নারিনজারা, ইরাবতি
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com