ডেস্ক রির্পোট:- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ১৫ বছরে আপনারা যত অন্যায়, অপরাধ করেছেন তার সবকিছুরই জবাব দিতে হবে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে তাদের নামে মামলা হবে। আমরা যদি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে থাকি, তা একটি ডিকশনারি সমান হয়ে যাবে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘অরক্ষিত সীমান্ত, ধর্ষিত বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার শীর্ষক’ উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, যারা আন্দোলন করার চেষ্টা করবে তাদের খেসারত দিতে হবে। জানতে চাই, সেই খেসারতটা কী? নির্দোষ খালেদা জিয়াকে ১০ বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। আপনারা মানুষের সংজ্ঞায় পড়েন কি-না দ্বিধা রয়েছে। খালেদা জিয়া, মির্জা ফখরুলের বিরুদ্ধে ১০ থেকে ২০টা করে মামলা দিয়েছেন। দেশের ১৭ কোটি মানুষ ইতোমধ্যে রায় দিয়েছে, তারা (আ.লীগ) নির্বাচিত নয়।’
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। তারাও বলেছে, এই নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু টাকা পায় বলেই শুধু সম্পর্ক টিকিয়ে রেখেছে। তার মানে এই না যে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের কোনো দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, ইংল্যান্ডে অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে, তাদের ফেরত নিয়ে যান। অথচ এই চিঠির খবর কোথাও ছাপানো হয়নি।’
মান্না আরও বলেন, ‘মিয়ানমার সমস্যা খুব জটিল সমস্যা। যখন লাখ লাখ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে তখন শেখ হাসিনার ছোট বোন তাকে বলেছিলেন, তুমি ১৭ কোটি লোককে খাওয়াতে পারো, আর ১১ লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবে না? এখন সেই মিয়ানমারের লোকজনই সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করছে।’
আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুর ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিল্পব, সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com