ডেস্ক রির্পোট:- সরকার জাতিকে মহাসংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করে গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘অভ্যন্তরীণ অর্থনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক ভারত ও মিয়ানমার সীমান্তে যেসব ঘটনা ঘটছে, তাতে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক।’
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ‘অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের’ পক্ষে এই যৌথসভা করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
সুব্রত চৌধুরী বলেন, ‘ইতোমধ্যেই বিএসএফ অতীতের মতোই বাংলাদেশের নাগরিকদের প্রতি অমানবিক আচরণ করেছে। ফেলানীসহ সীমান্তে অর্ধশতের বেশি নাগরিককে হত্যা করেছে। কিছুদিন আগে বিজিবি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। কিন্তু প্রতিবাদ করার মতো সক্ষমতা আওয়ামী ডামি সরকারের নেই।’
তিনি আরও বলেন, ‘গতকাল সীমান্তে বাংলাদেশের ২২-২৩ জন নাগরিককে বিএসএফ গ্রেপ্তার করেছে। সেই বিষয়ে আমাদের ডামি পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা অতীতের মতোই নতজানু পররাষ্ট্রনীতির জন্য বাংলাদেশের ঘাড়ে চাপানো হচ্ছে।’
পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, পিপলস পার্টির যুগ্ম মহাসচিব জসিম সরদার, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, ইমাম হোসেন, আনোয়ার ইব্রাহীম প্রমুখ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com