রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালংয়ে দুই কর্মীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ সকাল-সন্ধ্যা সাজেক ভ্যালি পর্যটন সড়কসহ সাজেক ইউনিয়নে এ কর্মসূচি পালন করবে ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিট। গতকাল প্রতিবাদ সমাবেশ থেকে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।
৪ ফেব্রুয়ারি দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউপিডিএফ কর্মী দীপায়ন চাকমা ও আশীষ চাকমা। এ ঘটনার পর গতকাল দুপুর ১২টায় আশীষ ও দীপায়ন চাকমার মরদেহের কফিন নিয়ে মৈত্রীপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশ থেকে ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com