ডেস্ক রির্পোট:- টাঙ্গাইলের সখীপুরে লাঙ্গল-জোয়াল বেঁধে গরু দিয়ে হালচাষ করার পদ্ধতি প্রায় হারিয়ে যাওয়ার পথে। কালের বির্বতনে এবং কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে এখন আর কেউ প্রাচীন আমলের পদ্ধতিতে হালচাষ করেনা বললেই চলে।
রবিবার দুপুরে পৌর এলাকার সীমানা ঘেঁষা প্রতিমা বংকী গ্রামের কৃষক আব্দুস সামাদ মিয়াকে লাঙ্গল-জোয়াল বেঁধে গরু দিয়ে হালচাষ করতে দেখা যায়। এ ভাবে হালচাষ করতে দেখে কৌতুহলী জনতাকে ওই জমির পাশে দাঁড়িয়ে থাকতে দেথা যায়। সে ওই গ্রামের নিন্মবৃত্ত একজন কৃষক।
সরজমিনে গিয়ে দেখা যায়, ইরি ধানের চারা লাগাতে ৪০ শতাংশ জমি প্রস্তুত করতে লাঙ্গল-জোয়াল দিয়ে হালচাষ করছেন কৃষক আব্দুস সামাদ মিয়া। তার জমির পাশে অন্যান্য জমি ট্রাক্টর দিয়ে হালচাষ করলেও কৃষক সামাদ মিয়া গরু দিয়েই চাষাবাদ করছেন।
কৃষক আব্দুস সামাদ মিয়া বলেন, ছোট বেলা থেকেই লাঙ্গল-জোয়াল ও গরু দিয়ে হালচাষ করে আসছি। এছাড়া ট্রাক্টর দিয়ে হালচাষ করতে অনেক টাকা লাগে। তাই নিজের বাড়ির গরু আর লাঙ্গল-জোয়াল দিয়ে চাষাবাদ করছি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com