বান্দরবান:- মিয়ানমার সীমান্ত থেকে তীব্র গোলাগুলির শব্দ ভেসে আসছে। সেখান থেকে বাংলাদেশে ছুড়ে আসছে গুলি। ইতিমধ্যে এক বাংলাদেশির বাড়িতে মর্টাল শেল আঘাত হেনেছে। অপর ঘটনায় গুলিতে আহত হয়েছেন একজন। এ পরিস্থিতিতে সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। বন্ধ রাখা হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তের কাছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়।
বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ওই এলাকার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ।
তিনি বলেন, সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। পাঁচটি স্কুল এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com