খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত বছরের ১১ নভেম্বর খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কারবারি এলাকার তিন রাস্তার মোড়ে ভিকটিম সুজন্ত ত্রিপুরার অজ্ঞাতনামা আসামিরা হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর দুই মাস পরে জড়িত থাকার অভিযোগে প্রযুক্তির সহায়তায় ঘাতক আসামি রাপ্রু মারমাকে গ্রেফতার করে পুলিশ। আজ রোববার দুপুরে প্রেস বিফ্রিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার।
গ্রেফতারকৃত রাপ্রু মারমা ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছে।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রু মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরেই রাপ্রু সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে।
রাপ্রু মারমা হত্যা ও চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com