রাঙ্গামাটি:- পাহাড়ে যারা অবৈধ অস্ত্র নিয়ে শক্তি দেখাচ্ছে আর নিজেরা ফায়দা লোটার চেষ্টা করছে তারা আর বেশি দিন টিকে থাকবেনা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তিনি আজ রাঙ্গামাটিতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে এসে পৌরসভা প্রাঙ্গনে আওয়ামীলীগের এক সমাবেশে এ কথা বলেন।
একটা স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারীরা বেশিদিন টিকে থাকতে পারেনা উল্লেখ করে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন অচীরেই অবৈধ অস্ত্রধারীরা দুর্বল হয়ে পড়বে, এখন সে প্রতীক্ষায় আমরা আছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসীকতায় ও রাজনৈতিক দূরদর্শিতার কারণে পার্বত্য শান্তি চুক্তির স্বাক্ষরের পর পাহাড়ে দীর্ঘ দুইদশকের সংঘাত বন্ধ করে এই অঞ্চলে শান্তির সুবাতাস ও উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী। এ শান্তিকে চিরস্থায়ী করতে পাহাড়ের বসবাসকারী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
সমাবেশে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সহ
জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com