চট্টগ্রাম:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের একটি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন একই বিভাগের এক ছাত্রী।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপাচার্য শিরীণ আখতারের কাছে ওই ছাত্রী যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন।
অভিযোগে ওই ছাত্রী জানান, তিনি অভিযুক্ত অধ্যাপকের তত্ত্বাবধানে স্নাতকোত্তরের থিসিস করছেন। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। পরীক্ষাগারে (ল্যাব) এবং নিজের কক্ষে ডেকে নিয়ে একাধিকবার তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, জড়িয়ে ধরাসহ নানাভাবে যৌন হয়রানি ও নিপীড়ন করে আসছেন ওই অধ্যাপক।
গত ৬ জানুয়ারি গবেষণাগারে তাকে একা পেয়ে ওই অধ্যাপক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা প্রকাশ না করতে তাকে ও তার সহপাঠীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন ওই শিক্ষক। এ অবস্থায় ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার পক্ষে আর এই গবেষণাগারে থিসিসের কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব নয়।
এদিকে আজ বিকেল ৩টার দিকে এ ঘটনার বিচার চেয়ে বিভাগের একদল শিক্ষার্থী বিজ্ঞান অনুষদের সামনে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন। এ সময় উপাচার্য তাদের ন্যায়বিচারের আশ্বাস দেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অধ্যাপক বলেন, এসব ঘটনা বানোয়াট। ওই ছাত্রী পারিবারিক কারণে বিভিন্ন সমস্যায় ভুগছেন। এ ছাড়া ওই গবেষণাগারে যখন কেউ থাকেন না, তখন ওই ছাত্রী তার ছেলেবন্ধু নিয়ে সময় কাটান। এসব বিষয় নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন।
তিনি জানান, তার বয়স এখন ৫৬ বছর। প্রায় ৩০ বছর তিনি শিক্ষকতা করছেন। যে অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে, এটি ভয়ংকর। তার থিসিসের শিক্ষার্থীরা কাজে কোনো ভুল করলে তিনি বকাবকি করেন, সেটিও শিক্ষার্থীদের ভালোর জন্য করেন। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com