বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি ও ভারী রকেট লঞ্চার নিক্ষেপ অব্যাহত রয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সোমবার দুপুরে বন্ধ করে দেওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল সকাল থেকে আবার খুলে দেওয়া হয়েছে। প্রচণ্ড গোলাগুলি ও বিকট শব্দে বোমা বিস্ফোরণের কারণে নিরাপত্তার স্বার্থে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু এলাকার ওই পাঁচটি স্কুল সোমবার দুপুর ১টার পর সাময়িকভাবে বন্ধ করা হয়। স্কুল খুলে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গতকাল সকাল থেকে ঘুমধুম সীমান্ত এলাকার বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকূল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পুনরায় চলছে। সীমান্তের এপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল অব্যাহত রয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com