ডেস্ক রিরোট:- ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি লড়াইয়ের’ জন্য প্রস্তুত। হুতি বাহিনীর কমান্ডার মোহাম্মদ আল-আতিফি এক বিবৃতিতে এ কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, আমরা স্বৈরাচারী শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘর্ষের জন্য প্রস্তুত। আমেরিকান, ব্রিটিশ এবং যারা তাদের সাথে সমন্বয় করেছে তাদের অবশ্যই সার্বভৌম ইয়েমেনি সিদ্ধান্তের শক্তি উপলব্ধি করতে হবে এবং এটি নিয়ে কোনো বিতর্ক নেই।
ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।
লোহিত সাগর বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে কয়েকটি পাল্টা হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু তাতে দমেনি ইরান সমর্থিত গোষ্ঠীটি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com