রাঙ্গামাটি :- হাইকোর্টের রায় বাস্তবায়নে রাঙ্গামাটিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে জেলার চার উপজেলায় অবৈধ আট ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানাসহ সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে অবৈধভাবে পাহাড় কাটা ও বন উজাড়ের দায়ে কাউখালী উপজেলায় দুটি, বাঘাইছড়িতে তিনটি, লংগদুতে দুটি এবং কাপ্তাইয়ে একটি ইটভাটাকে এই জরিমানা ও শাস্তির আওতায় নেওয়া হয়েছে।
শীত মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ইটভাটাগুলোর কার্যক্রম সক্রিয় হয়। বিশেষ করে নভেম্বর থেকে মার্চ-এপ্রিল বর্ষা শুরুর আগ পর্যন্ত একটানা চলে ইট উৎপাদন। চলতি মৌসুমে প্রথম রাঙ্গামাটিতে গত ২০ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এদিন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী উপজেলার বেতবুনিয়া আমছড়ি গ্রামের মেসার্স কেবিএম ইটভাটার মালিক সৈয়দ কোম্পানিকে দুই লাখ টাকা এবং কলমপতি আদর্শ গ্রামের জেবিএম ইটভাটার মালিক সিরাজ উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। নতুন কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করে ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে নেভানো হয়েছে ইটভাটার আগুন।
একই দিন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার তিনটি ইটভাটায় অভিযান চালান। এ সময় ‘কেবিএম’ এবং ‘এমএমসি’ নামের দুই ইটভাটার মালিক নাহিদুল আলম ও নজরুল ইসলামকে পৃথক দুটি মামলায় দুই লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া ‘ফাইভ স্টার’ নামের ইটভাটার ১৫ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়। যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এই তিন ইটভাটারই।
গত ২১ জানুয়ারি লংগদু উপজেলায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। উপজেলার আটারকছড়া ইউনিয়নে ‘কেবিএম ব্রিকস’ ও ‘এডিবি ব্রিকসের’ মালিককে এক লাখ টাকা জরিমানা আদায়সহ ইটভাটা দুটির চুল্লি ভেঙে দিয়ে সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সর্বশেষ গত বৃহস্পতিবার কাপ্তাইয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। এদিন উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া এলাকায় একটি বন্ধ ইটভাটা চালুর উদ্যোগ নেওয়ায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লংগদু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩-এর ধারা ১৪ অনুযায়ী ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘ইতোমধ্যে জেলার বেশকিছু উপজেলায় কয়েকটি অবৈধ ইটভাটাকে আর্থিক জরিমানাসহ তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ ইটভাটার বিষয়ে ছবিসহ বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠাতে জেলার সব উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দেওয়া হয়েছে।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com