ডেস্ক রিরোট:- মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা বাহিনীর শনির দশা কেবলই দীর্ঘায়িত হচ্ছে। এবার জান্তা সরকারের শান্তি আলোচনা থেকে বেরিয়ে এসে বিদ্রোহী শিবিরে ভিড়েছে আরও এক জাতিগত সশস্ত্র গোষ্ঠী। মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য শানকেন্দ্রিক ওই গোষ্ঠীটির নাম পা-ও ন্যাশনাল লিবারেশন অর্গানাইজেশন (পিএনএলও)।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে জান্তা বাহিনীর সঙ্গে চলমান শান্তি আলোচনা ছাড়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে গোষ্ঠীটি জানিয়েছে, তারা মিয়ানমারে চলমান জান্তাবিরোধী সশস্ত্র লড়াইয়েও যোগ দেবে। তারা স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ফেডারেল মিয়ানমার কায়েম করতে চায়।
পিএনএলও এক বিবৃতিতে শান্তি আলোচনা ছেড়ে বেরিয়ে আসার কারণ হিসেবে বলেছে, ‘ব্যাপক আশা নিয়ে দীর্ঘ ৮ বছর ধরে শান্তি আলোচনায় জড়িত থাকার পরও রাজনৈতিক সমাধানের কোনো নিশ্চয়তা এখনো অর্জিত হয়নি।’
বিবৃতিতে বলা হয়, বর্তমানে জান্তার বিরুদ্ধে যে লড়াই চলছে তা মূলত যারা স্বৈরাচারের নিপীড়ন যন্ত্র চালায় ও যারা এই নিপীড়নের শিকার তাদের মধ্যকার লড়াই। সারা দেশে জাতিগত ও অন্যান্য মানুষ স্বৈরাচার দ্বারা নিপীড়িত হচ্ছে। এরই মধ্যে পিএনএলও-এর সশস্ত্র শাখা পা-ও ন্যাশনাল লিবারেশন আর্মি (পিএনএলএ) শান রাজ্যে জান্তার বিরুদ্ধে লড়াইও শুরু করে দিয়েছে।
পিএনএলও ২০১৫ সালে তৎকালীন জান্তা সরকারের সঙ্গে দেশব্যাপী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে। পরে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে জান্তাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও শান্তি আলোচনায় অংশগ্রহণ অব্যাহত রাখে। কিন্তু কোনো নিশ্চিত অগ্রগতি অর্জিত না হওয়ায় গোষ্ঠীটি শান্তি আলোচনা ছাড়ার ঘোষণা দিয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com