ডেস্ক রিরোট:- বয়ন শিল্পের অসাধারণ কাজের স্বীকৃতি হিসাবে ত্রিপুরার স্মৃতিরেখা চাকমা পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। আধ্যাত্মবাদে পদ্মশ্রী পাচ্ছেন চিত্ত রঞ্জন দেববর্মা।
স্মৃতিরেখা চাকমা পরিবেশবান্ধব উদ্ভিজ্জ রঙিন সুতির সুতোকে ঐতিহ্যবাহী ডিজাইনে ফুটিয়ে তুলেছেন কাপড়ে। তিনি গ্রামীণ মহিলাদের বয়ন শিল্পে প্রশিক্ষণ দেওয়ার জন্য উজিয়া জাধা নামে একটি সামাজিক ও সংস্কৃতি প্রতিষ্ঠান করেছেন। তিনি শৈশবে তার দিদাকে ঐতিহ্যবাহী নাগা পদ্ধতি ব্যবহার করে কটি তাঁতে বুনতে দেখছেন এবং এখন তিনি এই কাজে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর বয়স ৬৩ বছর।
বিখ্যাত হিন্দু আধ্যাত্মিক চিত্ত রঞ্জন দেববর্মা (চিত্ত মহারাজ) চম্পক নগরের সদর দফতর সহ রাজ্যের বিভিন্ন স্থানে ‘‘শান্তি কালী আশ্রম’’ স্থাপন করেছেন এবং পরিচালনা করছেন। শান্তি কালী নামটি বিখ্যাত হিন্দু উপজাতি সাধক শান্তি কুমার ত্রিপুরার নাম থেকে নেওয়া হয়েছে যিনি ১৯৯৯ সালে নিষিদ্ধ এনএলএফটি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন। শ্রদ্ধেয় চিত্ত মহারাজ হিন্দু ধর্মের বার্তা প্রচারে এবং আদিবাসীদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com