খাগড়াছড়ি:- রাজবন্দিদের মুক্তিসহ একদফা দাবিতে খাগড়াছড়িতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বর থেকে কালো পতাকা মিছিলটি বের হয়ে গণপূর্ত অফিসের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার ৭ জানুয়ারীর নির্বাচনে সারাদেশের মতো ভোট প্রত্যাখান করায় খাগড়াছড়িবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, খাগড়াছড়িতে ১৯টি কেন্দ্রে একটিও ভোট পড়েনি। এছাড়াও অধিকাংশ কেন্দ্রে ২/৩টি করে ভোট পড়েছে। তিনি দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলের দাবী জানান।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, কোশাধ্যক্ষ মফিজুর রহমান, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক সাগর নোমান,যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, জেলা মৎস্যজীবী সদস্য সচিব রিয়াজ উদ্দিন ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ ছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com