ডেস্ক রিরোট:- ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি।
সতীর্থ ট্রাভিস হেড, ভারতের রবীন্দ্র জাদেজা ও বিরাট কোহলিকে ছাপিয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স পুরস্কার নিজের করে নিলেন ডানহাতি এই পেসার।
তিন ফরম্যাটে দলের নেতৃত্ব কাঁধে নেওয়ার পর কেবল সুসময়ই কাটছে তার। ভারতকে হারিয়ে গত বছরের জুনে দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতান কামিন্স। তার কয়েক মাস পর ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের দেখা পান এই পেসার। সেই ভারতকে তাদের মাটিতে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
কামিন্স ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মোট ২৪টি ম্যাচ খেলে বল হাতে ৫৯ উইকেট এবং ব্যাট হাতে ৪২২ রান করেন।
এ ছাড়া মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com