রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদুতে পাহাড় কেটে ও বন উজাড় করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই ভাটার মালিককে নগদ ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে কেবিএম ব্রিকস ও এডিবি ব্রিকস দুইটি ইটভাটাতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
উপজেলা প্রশাসনসূত্র জানায়, কোনো অনুমোদন ছাড়াই ইটভাটা তৈরি করে ইট পোড়ানোর কাজ করে যাচ্ছে ভাটা মালিকরা। এতে বনের কাঠ জালিয়ে ইট পোড়ানো হচ্ছে, কাটা হচ্ছে পাহাড়। এতে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইট ভাটার মালিকদের জরিমানা করা হয়। এছাড়াও উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের ঘোষণা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com