রাউজান:- হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে রাউজানের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর। গতকাল ২১ জানুয়ারি তিনি উপজেলা সদরের মুন্সিরঘাটা, জলিলনগর, ফকিরহাট এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার সাথে জড়িতরা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে– রাউজান ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার, স্টার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইনটেনসিভ ডায়াগনস্টিক সেন্টার।
খবর নিয়ে জানা যায়, রাউজানের বিভিন্নস্থানে ১৮টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩টি বেসরকারি হাসপাতালের কার্যক্রম চলছে। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগ চলছে অবৈধ ভাবে। এ প্রসঙ্গে ডা. সুমন বলেন, পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধে নির্দেশ দিয়েছি। অবৈধভাবে পরিচালিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com