ডেস্ক রির্পোট:- জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার উগান্ডায় জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে বলেনছেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকারকে ‘সবার স্বীকৃতি দিতে হবে’। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অস্বীকার করার মতো অবস্থান অনির্দিষ্টকালের জন্য সংঘাতকে দীর্ঘায়িত করবে। এটা ইতোমধ্যে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গুতেরেস সতর্ক করে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অস্বীকার করা মেরুকরণকে ত্বরান্বিত করবে এবং সর্বত্র চরমপন্থীদের উৎসাহিত করবে। জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকারকে সবার স্বীকৃতি দিতে হবে।
উল্লেখ্য, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রধান মিত্র ও প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রও সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকার করেন না।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com