ডেস্ক রির্পোট:- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান। দলটির পক্ষ থেকে আরও অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট) সুইবেস, শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট) অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির পক্ষ থেকে ওই নির্বাচনের নানা অনিয়ম ও ত্রুটি তুলে ধরা হয় ইইউ বিশেষজ্ঞদের কাছে। একই সঙ্গে বিএনপিসহ বিরোধীদের চলমান আন্দোলনে সরকারের অব্যাহত দমন-পীড়নের বিষয়েও অভিযোগ করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com