ডেস্ক রির্পোট:- দেশে আবারও করোনা শনাক্তের হার বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত প্রতি ১০০ নমুনায় এই হার দাঁড়িয়েছে ৬ দশমিক ২১ শতাংশ। গতকাল যা ছিল ৫ দশমিক ১৯ শতাংশ।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২২টি। এর মধ্যে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৭১ জনের। মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com