ডেস্ক রির্পোট:- প্রবীণ সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী।প্রবীণ সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী।
দৈনিক দিনকাল-এর সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও সিনিয়র সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টায় রাজধানীর শ্যামলির একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়ের বাজার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জানা গেছে, মৃত্যুর সময় স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী। ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার এলাসিন গ্রামে জন্মগ্রহণ করেন এই গুনি সাংবাদিক।
১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায় প্রুফ রিডার হিসেবে সাংবাদিকতা পেশা শুরু করেছিলেন রেজোয়ান। সেখানে শেষ পর্যন্ত সিনিয়র সহকারী সম্পাদক পদোন্নতি পেয়েছিলেন তিনি। তারপর দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হন এই সাংবাদিক। এছাড়াও প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন চার বছর।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com